Virtues of Muharram (مُحَرَّم) & Fasting on ‘Ashura’ 8b0253c42af1d6a871cc5592bbc452cf.jpg 1. আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, أفضل الصيام بعد رمضان شهر الله المحرم “আমি রাসুলুল্লাহ (সা.)- কে জিজ্ঞেস করলাম- ‘ফরজের পরে কোন সালাত সর্বাধিক উত্তম ?’ তিনি (সা.) বললেন, ‘মধ্যরাতের সালাত (তাহাজ্জুদের সালাত )।’ আমি জিজ্ঞেস করলাম, রমজানের পর সর্বাধিক উত্তম কোন রোজা ?’ তিনি বললেন (সা.), ‘যে মাসকে তোমরা মুহররম বলে ডাকো’”। (আহমাদ, মুসলিম ও আবু দাউদ)। . 2. আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। (বুখারি: ২০০৬ ও মুসলিম: ১১৩২) . উম্মুল মুমিনীন হাফসা (রা.) বলেন, “রাসুলুল্লাহ (সা.) চারটি কাজ কখনো ছাড়তেন না। এর মধ্যে একটি হলো আশুরার রোজা।” (নাসায়ি) . 3. আবু কাতাদা (রা.) সূত্রে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)- কে আশুরার রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি (সা.) বলেন, صيام يوم عاشوراء احتسب على الله أن يكفر السنة التى قبله . ”এই রোজা বিগত বছরের গুনাহ মুছে দেয়। “ (মুসলিম শরীফ ১/৩৬৭; জামে তিরমিযী ১/১৫৮) . a441d815525034d5b315ee65a4b622d1.jpg 4. eedfba34ab20d28d95bd12f098853c00.png আলী (রা.)- কে এক ব্যক্তি প্রশ্ন করেছিল, রমজানের পর আর কোন মাস আছে, যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন? তিনি বললেন, এই প্রশ্ন রাসুলুল্লাহ (সা.)-এর নিকট এক সাহাবি করেছিলেন, তখন আমি তার কাছে উপস্থিত ছিলাম। উত্তরে রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও, তবে মুহররম মাসে রাখো। কারণ, এটি আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন আছে, যে দিনে আল্লাহ (সুব.) একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তওবা কবুল করবেন। ’ (জামে তিরমিজি: ১/১৫৭, বুখারী শরীফ ১/২১৮) 5c09a1fc5d15b5e618b4d881a75acf75.png 5. On the authority of Abdullah bin ’Amr bin al-’As (ra.) that he said, “Whoever fasts `Ashura’ it is as if he has fasted the entire year & whoever gives charity this day it is like the charity of an entire year.”(Ibn Rajab’s Lata’if al-Ma‘arif) . আশুরার রোজা সম্পর্কে অন্য একটি হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন ‘তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য ত্যাগ করো; আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখো। ’ (আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) হতে মুসনাদে আহমদ: ১/২৪১) . it is recommended to fast on the 9th & 10th of Muharram. if that’s not possible the the 10th & 11th of Muharram. 0755b1ebfb3da2d5a9dfb9e6e42778b2.png . Today is the 8th Muharram, Day after Tomorrow (Wednesday, August 18, 2021) is the 10th Muharram (Ashura).
vfrvr t t
Please follow and like us: