xhhx

xhhx

রিদয় ভাই, আসসালামু আলাইকুম।

🟦 আপনার সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি:
আপনি একজন বড় মনের মানুষ; যার ফলে সবার প্রতি অনেক অনুগ্রহশীল, যিনি আল্লাহকে ভয় করেন। মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। এটাই আপনাকে ভালবাসার সবচেয়ে বড় কারণ। আমি আন্তরিক ভাবে দোয়া করি যেন, আল্লাহ (সুব:) আপনার জন্যে এ দুনিয়ার রহমতের দ্বার গুলো উন্মুক্ত করর দিন & আখিরাতে আপনার কাজের প্রতিদান স্বরূপ আল্লাহর (সুব:) সন্তুষ্টি ও নিয়ামতের জান্নাত দান করুক।

🟦 মেসেজ করার কারন:
আমার বাসা বড়বাজার, সিলেট। আমি ২১ ব্যাচের Student, কিন্তু আমি ২২ ব্যাচে জয়েনের সুযোগ চাচ্ছিলাম।

🟥 ২২ ব্যাচের জয়েনের আবেদনের কারণ:
২১ ব্যাচে ভর্তি হওয়ার পরই আমার আব্বা severe অসুস্থ হয়ে পড়ে। উনার অপারেশনের জন্যে ঢাকায় থাকতে হয়েছে দীর্ঘ দিন। যার দরুণ, ২১ ব্যাচে regular class এ জয়েন করা বা Practice Continue করতে  পারিনি।
এখন বুঝতে খুবই সমস্যা হচ্ছে & overall collective flow টা হারিয়ে ফেলেছি। তাই আপনাকে আন্তরিক ভাবে Request করছি আমাকে যদি ২২ ব্যাচের সাথে আবারও continue করা সুযোগ দিতেন মেহেরবানি করে তাহলে অনেক উপকার হত।

🟥 সর্বশেষ কথা:
আসলে ভাই, সত্যি বলতে কি আপনার কাছে এ ধরনের আবদার করার সাহস পাই, কারণ আপনাকে আমার ভাই মনে হয়, যার কাছে অনুপ্রেরণা ও ভরসা পায়!
আবু হুরাইরা থেকে রাসূল (সা.) বলেন, “যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব দুঃখ-কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার দুঃখ-কষ্ট দূর করবেন। যে ব্যক্তি কোনো সংকটাপন্ন ব্যক্তির সংকট নিরসন করবে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের যাবতীয় সংকট নিরসন করে দেবেন।…..আর আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য করে থাকেন, যতক্ষণ পর্যন্ত বান্দা নিজ ভাইয়ের সাহায্যে রত থাকে।”
তিরমিজি: ১৯৩০; আবু দাউদ: ৪৯৪৬)

আশা করি আপনার অনুগ্রহ থেকে বঞ্চিত হব না ইনশাআল্লাহ। 

জাযাকাল্লাহু খাইরান।
(আল্লাহ আপনাকে এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করুক)

my facebook id:
https://www.facebook.com/jamilseowiz

Scroll to Top