Contact Details

 

✅ JusTalk ID: dreamplace

 

 

🟥 Reality:

– গভ: সার্ভিস হোল্ডার, বাজার নিয়ন্ত্রক কর্মকর্তা,
খাদ্য মন্ত্রনালয়, বয়স: ৩৫,

.

– কোম্পানির সাথে ২০১০ সাল থেকে ছিল,
আনুমানিক  ৩-৪ বছর ছিল, শুরুতে অনেক একটিভ ছিল, ব্রাক্ষনবাড়িয়াতে কাজ করত, ঐখানে কাজের পরিধি কম থাকায় & তার ক্যারিয়ার-লাইফের স্ট্রাগলের কারনে সে ড্রপ হয়ে যায়। 

.

– কিন্তু এ সময় ধরে কোম্পানির এক ভাইয়ের সাথে তার যোগাযোগ ছিল, অর্থাৎ সে কোম্পানিকে পছন্দ করে, খোজ খবর নিত। এরপর সরকারি চাকরি পায়, লাইফ কিছুটা সেটেল হয়। সম্প্রতি বান্দরবন থেকে বদলি হয়ে ঢাকায় এসেছে। ঐখানে চট্রগামের ভাইদের সাথে কানেক্টেড ছিল।

.

🟥 Positive Side:

 

– তার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিভ যথেষ্ট ভাল,
কোম্পানির বই-পত্র পড়তে চায়,
(আলিয়া মাদ্রাসায় পড়াশুনা করছে)

.

– এখন সে আবারও কাজ করতে চাচ্ছে। তার ওয়াইফ কে ও জয়েন করাতে চাচ্ছে।

.

– ইসলামের প্রতি খায়ের আছে।

.

– লিডারশীপ কোয়ালিটি আছে, টিম লিড দিতে পারে।

.

– যেহেতু সে অনেক আগে থেকে কোম্পানির সাথে আছে, অনেক সিনিয়র ভাইকে চিনে বা তাদের থেকে আলোচনা শুনেছে, তাই শুধু সিনিয়র ভাই খুজে, তাদের থেকে আলোচনা শুনতে চাই বা তার সাথে কাজ করতে চাই 😀। দ্রুত H এ বসতে চাই।

.

🟥 Challenges:

 

– জীবনে অনেক কষ্ট করে বড় হয়েছে,
তাই দুনিয়া প্রতি একটু আকৃষ্ট।

.

– যেহেতু সরকারি চাকুরী করে তাই প্রফেশনাল লাইফে ঘুষের রিয়েলিটি আছে, যা হয়ত এভেইড করতে পারে না।

.

  • মোটিভেশন আপ-ডাউন করে।

 

Scroll to Top